ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে মেরে ফেলে দেওয়ার অভিযোগ মণিকণিকা কাদরের জলে। ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানার হরিশরা আদিবাসী পাড়া গ্রামে। পুলিশ তদন্ত শুরু করেছে, ইতিমধ্যে শনিবার সকাল ৮ টা ৩০ এ শেষ খবর পাওয়া অনুযায়ী ছয় জনকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ। মৃত ওই মহিলা দুইজন হলেন হরিশরা আদিবাসী পাড়ার লোদগি কিস্কু ডাঙ্গাল গ্রামের ডলি সরেন । দুজনকেই বাড়ি থেকে ডেকে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে প্রহার, তারপর তাদের প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠেছে। তারপর দুজনকে নিয়েই কান্দরের জলে ভাসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দুজনেরই বডি পুলিশ উদ্ধার করে রামপুরহাট মর্গে পাঠিয়েছে।গ্রামে রয়েছে পুলিশি টহল । আতঙ্ক রয়েছে গোটা গ্রামে।
WITCH HUNT BIRBHUM
ডাইনি অপবাদে দুই মহিলাকে পিটিয়ে হত্যার অভিযোগ ময়ূরেশ্বরে

×
মন্তব্যসমূহ :0