প্রয়াত লিয়েন্ডার পেসের বাবা তথা প্রাক্তন হকি তারকা ভেস পেস। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকালে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। দীর্ঘদিন ধরেই পারকিনসন্স রোগে ভুগছিলেন তিনি। গত মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ভেস পেস ছিলেন ভারতীয় হকি দলের এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। এছাড়াও, ১৯৭১ সালের বার্সেলোনায় অনুষ্ঠিত হকি বিশ্বকাপেও ব্রোঞ্জজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। হকি ছাড়াও তিনি ফুটবল, ক্রিকেট এবং রাগবির মতো একাধিক খেলায় পারদর্শী ছিলেন। ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি ইন্ডিয়ান রাগবি ফুটবল ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
একজন ক্রীড়া চিকিৎসক হিসেবেও তাঁর খ্যাতি ছিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল, বিসিসিআই এবং ভারতীয় ডেভিস কাপ দলের মেডিকেল কনসালটেন্ট হিসেবে তিনি কাজ করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন প্রাক্তন ভারতীয় বাস্কেটবল দলের অধিনায়ক জেনিফারের স্বামী। তাঁদের দুই মেয়ে বিদেশে থাকেন। মেয়েরা দেশে ফেরার পরই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। সম্ভবত সোমবার বা মঙ্গলবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
তাঁর ছেলে লিয়েন্ডার পেস ভারতের সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। ১৮টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন লিয়েন্ডার। ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জ জিতে তিনি পারিবারিক ঐতিহ্য বজায় রেখেছিলেন লিয়েন্ডার।
Vece Paes
প্রয়াত ভেস পেস

×
Comments :0