Asrani Died

প্রয়াত প্রবীণ অভিনেতা আসরানি

জাতীয়

‘শোলে’-তে জেলরের সেই চরিত্রে গোবর্ধন আসরানি।

প্রয়াত হলেন কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানি। মুম্বাইয়ের ফিল্ম জগতে তাঁর পরিচিতি ছিল ‘আসরানি’ নামেই। প্রায় ৩৫০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রয়াণের সময় তাঁর বয়স হয়েছিল ৮৪।
রাজস্থানের জয়পুরে জন্ম আসরানির। খ্যাতি পেয়েছিলেন ১৯৭০’র ‘মেরে আপনে’ সিনেমায় অভিনয় করে। পরে একের পর এক সিনেমায় দর্শকদের মন জয় করেছেন। 
১৯৭৫’র ‘শোলে’ সিনেমায়, অনেকের মতে, অ্যাডলফ হিটলারের মতো সাজসজ্জায় তিনি ছিলেন ‘ইংরেজ জমানার জেলার’। সংলাপ ছিল ‘হাম আঙরেজোঁ কে জমানাকে জেলর হ্যায়ঁ...’। দুই কয়েদির কাছে অপদস্থ জেলরের সেই ছোট্ট চরিত্র দর্শকরা ভোলেননি।  
সোমবার মুম্বাইয়ের সান্তাক্রুজ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রয়াণের খানিক আগেও দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে বার্তা পোস্ট করেছিলেন।

Comments :0

Login to leave a comment