সুন্দরবনের গোসাবার পুঁইজালি হরিতালে নদীর বাঁধে ধস। জল ঢুকলো গ্রামে। আতঙ্কিত গ্রামবাসীরা। বুধবার গোসাবার আমতলি অঞ্চলের পুঁইজালি এলাকায় রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। প্রায় দেড়শো ফুট বাঁধ ভেঙেছে। প্রায় ৮০০ বিঘা চাষের জমি প্লাবিত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এদিন দুপুরে নদী বাঁধ ভেঙে জল ঢোকে। বাঁধ সংলগ্ন বসতি এলাকা জল ঢুকে প্লাবিত হয়। আশঙ্কার মধ্যে রয়েছেন তাঁরা। যেভাবে পাশের ঘেরি গুলো একের পর এক প্লাবিত হয়েছে রাতে জোয়ারে জল আরো বাড়বে ফলে বাঁধের ভাঙন এলাকা আরো বাড়বে এমনটাই জানিয়েছেন তাঁরা।
তাঁরা জানান, রায়মঙ্গল নদীতে মাত্রাতিরিক্ত জল বেড়ে যাওয়ায় মাটির বাঁধ ভেঙে যায়। জলের চাপে ধীরে ধীরে বাঁধ ভাঙন বাড়তে থাকে দুপুরেই প্রায় দেড়শো ফুট বাঁধ ভেঙেছে। স্থানীয় বাসিন্দারা নিজেরাই বাঁধ মেরামত করতে উদ্যোগী হয়েছেন।
Comments :0