অ্যাম্বুলেন্স সময় মতো না আসায় হলো না চিকিৎসা। দেড় ঘন্টা অপেক্ষা করেও পাওয়া গেল না অ্যাম্বুল্যান্স। এর ফলে ফরাক্কায় মৃত্যু হল সদ্য সন্তানের জন্ম দেওয়া মহিলার।
জানা গিয়েছে, রবিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে ফারাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন জামিলা খাতুন নামের প্রসূতি। সেখানেই জন্ম দেন শিশুর। কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকেরা তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করেন। মৃতের কাকা বরজাহান আলির বক্তব্য, অ্যাম্বুলেন্সের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও অ্যাম্বুলেন্স মেলেনি। পড়ে প্রায় দেড় ঘণ্টা পর পরিবারের লোকজন বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করে জঙ্গিপুর নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
এদিন মৃতদেহ ফিরিয়ে নিয়ে এসে ফরাক্কা হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। খরব পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ। হাসপাতালের মেডিক্যাল অফিসার সামিম হোসেন জানিয়েছেন, অ্যাম্বুলেন্স ঠিক সময়ে আসলে হয়তো প্রাণে বেঁচে যেত প্রসূতি।
Comments :0