সতী প্রথার মাহাত্ম্য প্রচার করায় দায়ী আট জনকে মুক্তি দিলো রাজস্থানের আদালত। এই আদালত আবার সতী প্রথা রোধ আইনে তৈরি!
জয়পুরের বিশেষ আদালতে এই মামলা চলছে ৩৭ বছর ধরে। যে ঘটনা ঘিরে এই মামলা সেই রূপ কানোয়ারের মৃত্যু ঘিরে সারাদেশে তোলপাড় হয়েছিল। তাঁকে জোর করে স্বামীর চিতায় পুড়িয়ে মারা হয়েছিল।
১৯৮৭ সালে রাজস্থানের এই ঘটনা সারাদেশের কাছে গুরুতর প্রশ্ন হিসেবে সামনে এসেছিল। ওই বছরই রূপ কানোয়ারের বিয়ে হয়েছিল। ১৮ বছরের সদ্য কৈশোর পার এই তরুণীর বিয়ে হয় এক বৃদ্ধের সঙ্গে। বিয়ের ৮ মাসের মধ্যে মারা যান স্বামী।
এরপরই রূপ কানওয়ারকে স্বামীর চিতায় তুলে হত্যা করা হয়। সতী প্রথা ফিরে আসা নিয়ে ধিক্কার শোনা যায় সারাদেশে।
জয়পুরের চলতি মামলায় অভিযুক্তরা ঠিক এক বছর পর ১৯৮৮ সালে, সতী মাহাত্ম্য প্রচার এই যুক্ত ছিল। সেই অপরাধী তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।
রাজস্থানে আসীন বিজেপি সরকার ও প্রশ্নের মুখে পড়েছে। কারণ আদালত বলেছে সন্দেহাতীত প্রমাণ হাজির করতে পারেনি প্রশাসন।
Sati Rajasthan
সতী মাহাত্ম্য প্রচারে অভিযুক্ত ৮ জনকে ছাড় রাজস্থানের আদালতে

×
মন্তব্যসমূহ :0