Bihar Polls 2025

বিহারে জনসুরজ পার্টির নেতাকে গুলি করে খুন

জাতীয়

আগামী ৬ নভেম্বর বিহারের বিধানসভার ভোট গ্রহণ শুরু হবে। আর বাকি মাত্র সাত দিন। তার আগেই রক্তাক্ত হল বিহার। বৃহস্পতিবার মোকামা তাল অঞ্চলে জনসুরজ পার্টির প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল দুলারচাঁদ যাদবের। জনসুরজ পার্টির প্রার্থী পীযূষ প্রিয়দর্শীর হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি। সেই সময় দুই গোষ্ঠীর বিবাদ শুরু হয়। চলে গুলিও। গুলি দুলারচাঁদের বুকে লাগে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। মৃত্যু হয় তাঁর। দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে, চলছে তদন্ত।
এক সময় লালুপ্রসাদ যাদবের দীর্ঘদিনের সহযোগী এবং সক্রিয় আরজেডি কর্মী হিসেবে পরিচিত ছিলেন দুলারচাঁদ যাদব। মোকামা তাল অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি। মোকামা-তাল অঞ্চলের আঞ্চলিক রাজনীতিতে দুলারচাঁদ যাদব ছিলেন একজন। ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে তিনি তাঁর অবস্থান পরিবর্তন করে জন সুরজ প্রার্থী পীযূষ প্রিয়দর্শীকে সমর্থন করেছিলেন। এনডিএ প্রার্থী অনন্ত সিং’র বিরুদ্ধে তিনি প্রকাশ্যে বিবৃত মন্তব্য করেছিলেন। জন সুরজ প্রার্থী পীযূষ প্রিয়দর্শীর জন্য একটি গানও রেকর্ড করেছিলেন। তিনি এলাকায় ‘‘তালের রাজা’’ নামে পরিচিত ছিলেন।
এদিন তিনি নির্বাচনী প্রচার করছিলেন। সেই সময় গুলিবদ্ধ হন। জন সুরজ প্রার্থী পীযূষ প্রিয়দর্শী এই ঘটনার জন্য সরাসরি মোকামার প্রাক্তন বিধায়ক ও জেডিইউ নেতা অনন্ত সিংয়ের সমর্থকদের দায়ী করেছেন। তিনি দাবি করেছেন যে আক্রমণকারীরা প্রথমে দুলারচাঁদ যাদবকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে এবং পরে তাঁকে গুলি করে দেহের উপর গাড়ি চালিয়ে দেয়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 

Comments :0

Login to leave a comment