JU High Court

যাদবপুর: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের মামলা দায়ের হাইকোর্টে

কলকাতা

পুলিশ উপযুক্ত ভূমিকা নিলে এড়ানো যেত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন ছাত্রদের একাংশ। 
শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি বিক্ষোভরত ছাত্রদের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। একাধিক ছাত্র আহত হন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন ছাত্রছাত্রীরা। 
গত রবিবার যাদবপুরে মিছিল করে থানার সামনে বামফ্রন্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেপ্তারি দাবি করে। হত্যার চেষ্টা অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানায় পুলিশের কাছে। 
যাদবপুর থানার সামনেই সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান যে পুলিশ শিক্ষামন্ত্রীকে না ধরে ছাত্রছাত্রীদের নামে মিথ্যা মামলা দায়ের করছে। এমনকি হার ছিনতাইয়ের মামলা দায়ের করা হচ্ছে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। তিনি জানিয়েছিলেন যে পুলিশকে আদালতের মুখে পড়তে হবে। 
কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা ছাত্ররা দায়ের করেছেন বলে জানা যাচ্ছে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন