শঙ্কর ঘোষাল-আউশগ্রাম
শহীদের রক্তে ভেজা আউশগ্রামের বিষ্ণুপুর গ্রামে শুক্রবার বিশাল মিছিল হয়েছে। এই মিছিলের পুরোভাগে ছিলেন শহীদ কমরেড রাজিবুল হকে’র বাবা মোজাম্মেল হক। বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী শ্যামলী প্রধানের প্রচারে শহীদ কমরেড রাজিবুলের গ্রাম বিষ্ণুপুর -বেলেমাঠ জুড়ে পদযাত্রা হয়েছে এদিন। উপস্থিত ছিলেন প্রায় পুরুষ মহিলা মিলে ৬০০ বেশি শ্রমজীবী মানুষ। শেষে বক্তব্য রাখেন গ্রামের পার্টি নেতা লালন সেখ, যুব নেতা রাকেশ রওসন ও পার্টির এরিয়া কমিটির সদস্য রাখোহরি রায়।
মন্তব্যসমূহ :0