QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 17 JULY 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা, উত্তর : ১৭ জুলাই ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  17 JULY 2025 3rd YEAR

বলতে পারো অমল কর নতুনপাতা, উত্তর : ১৭ জুলাই ২০২৫, বর্ষ ৩

 

জিজ্ঞাসা

১.  কোন্ ভারতীয় কিশোরী সবচেয়ে কম বয়সী প্যারা সুইমার ইংলিশ চ্যানেল পার হলেন?
২. লা লিগায় কোন্ ফুটবলার ২৩৭ সেকেন্ডে হ্যাটট্রিক করেন।
৩. ব্যারিস্টার জ্যোতি বসু-র কি কি বৈশিষ্ট্য ছিল?
৪. পৃথিবী ছেড়ে মহাকাশে যেতে হলে রকেটকে ঘন্টায় কত কিঃমিঃ বেগে যেতে হবে?
৫. কে ছিলেন মোল্লা নাসিরুদ্দিন?
৬. ভারতের কোন্ কোন্ রাজ্যের সরকারি ভাষা ইংরেজি?

সমাধান

১.  অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সত্ত্বেও ১৬ বছর বয়স্কা ভারতীয় কিশোরী প্যারা সুইমার জিয়া রায় ১৭ ঘন্টা ২৫ মিঃ সাঁতরে ৩৪ কিঃমিঃ লম্বা ইংলিশ চ্যানেল (১৭ ডিগ্ৰি সেলসিয়াস ঠান্ডা জলে) পার হন।
২. লা লিগায় নরওয়ের ফুটবলার আলেকজান্ডার সরলথ আটলেটিকো মাদ্রিদের হয়ে ২৩৭ সেকেন্ডে হ্যাটট্রিক করেন রিয়েল সেসিয়েদাদের বিরুদ্ধে।
৩. ব্যারিস্টার হয়েও ওই পেশায় যুক্ত না -থেকে জ্যোতি বসু নাগাড়ে পশ্চিমবঙ্গের ২৩ বছর ৪ মাস মুখ্যমন্ত্রী ছিলেন, ১৯৬৪ সাল থেকে ২০০৮ পর্যন্ত সিপিআইএম -এর পলিটব্যুরোর সদস্য ছিলেন, ১১ বার রাজ্যের বিধানসভার সদস্য ছিলেন, ভারতের প্রধানমন্ত্রী হবার প্রস্তাব ও ভারতরত্ন পুরস্কার গ্ৰহণের প্রস্তাব বর্জন করেন।
৪. পৃথিবী ছেড়ে মহাকাশে যেতে হলে রকেটকে ঘন্টায় ৪০ হাজার কিঃমিঃ বেগে ( সেকেন্ডে ১১.২ কিঃমিঃ বেগে) যেতে হবে। কিন্তু বৃহস্পতি থেকে মহাকাশে যেতে হলে ২ লক্ষ ১৪ হাজার কিঃমিঃ বেগে যেতে হবে।
৫. মোল্লা নাসিরউদ্দিন বা মোল্লা নাসিরউদ্দিন  হোজ্জা ছিলেন সুফি সাধক, গ্ৰামের ইমাম বা মৌলভী বা ধর্মগুরু বা কাজি বা বিচারক, বিজ্ঞ কৌতুকপ্রবণ ও হাস্যরসিক  দার্শনিক এবং কিংবদন্তি লোককাহিনিকার।   ১২০৮ খ্রিস্টাব্দে তুরস্কের এসকিসোহির প্রদেশে সিবরিহিসার গ্ৰামে সেলজুক শাসন আমলে ,মতান্তরে আজারবাইজানের খোর শহরে জন্মেছিলেন।চিনে বা উজবেকিস্তানে তাঁকে আফেন্দি বা এফেন্দি নামে চেনেন।তুরস্ক থেকে চিন তথা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তাঁর মজাদার গল্প অনূদিত।তাঁর
কাহিনি নিয়ে সোভিয়েত রাশিয়া, ভারত সহ অন্যান্য রাষ্ট্রে নির্মিত হয়েছে টেলিছবি।
৬. নাগাল্যান্ড, মেঘালয়, সিকিম, অরুণাচল প্রদেশের সরকারি ভাষা ইংরেজি।

Comments :0

Login to leave a comment