লাস ভেগাসে ফ্রিস্টাইল চেস প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারতের অর্জুন এরিগায়েসি পি প্রজ্ঞানন্দ। প্রজ্ঞানন্দ এই প্রতিযোগিতার অনন্যতম সেরা তারকা ম্যাগনাস কার্লসেনকে চতুর্থ রাউন্ডে হারিয়েছে। অর্জুন নিজের গ্ৰুপের মোট তিনটি ম্যাচে জয়লাভ করে জায়গা করে নিয়েছে এই প্রতিযোগিতার শেষ আটে। ১৯বছরের প্রজ্ঞানন্দের কাছে ৩৯বছরের কার্লসেনের এই হার নিঃসন্দেহে একটি বড় বিষয়। এই গ্র্যান্ড স্ল্যামের ইভেন্টে গত বছরই জয়লাভ করেছিলেন কার্লসেন। ফলে এই বছরও তাকেই ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল। তবে সব হিসেবে উল্টে দিলেন প্রজ্ঞানন্দ। প্রজ্ঞানন্দের কাছে হারের আগেও এশিয়াডের প্রাক্তন সোনাজয়ী আর্মেনিয়ান তারকা লেভন এরোনিয়ানের কাছে হেরেছিলেন কার্লসেন । ফলে চ্যাম্পিয়ন হওয়ার আর কোনো সুযোগ রইল না তার। খুব বেশি হলে তৃতীয় স্থানাধিকারী হিসেবে এই প্রতিযোগিতা শেষ করতে পারেন কার্লসেন। বৃহস্পতিবারই শুরু হয়ে যাবে এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল পর্ব।
Freestyle Chess Grand Slam
ফ্রিস্টাইল দাবার শেষ আটে অর্জুন ও প্রজ্ঞানন্দ

×
Comments :0