রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়াল। মন্দির উদ্বোধনকে ঘিরে দেশব্যাপী গণ-উন্মাদনার রেশ ছড়াল কলকাতাতেও। কিছুদিনে আগেই সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টার ভাইরাল হয় যেখানে উল্লেখ করা হয় ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় চত্বরে রামের পুজো করা হবে। যদিও পোস্টারে কোনো সংগঠনের উল্লেখ ছিল না। তবে এদিন, হঠাৎ’ই আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপির কিছু কর্মী যাদবপুরের তিন নম্বর গেটের সামনে জমায়েত করে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে চেষ্টা করে এবং ‘‘জয় শ্রী রাম’’ স্লোগান দিতে থাকে। নিরাপত্তা রক্ষী এবং ক্যাম্পাসের বামপন্থী ছাত্র সংগঠনগুলির সঙ্গে উত্তপ্ত বাক. বিনিময় এবং কিঞ্চিত ধাক্কাধাক্কি হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে ছুটে আসেন প্রো ভিসি। তার হস্তক্ষেপে এবিভিপি কর্মীদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে। বর্তমানে ক্যাম্পাসে চাপা উত্তেজনার আবহে পুলিশি টহলদারি কড়া করা হয়েছে।
Jadavpur University
মন্দিরকে ঘিরে যাদবপুরে উত্তেজনা

×
মন্তব্যসমূহ :0