Bike Accident

শিলিগুড়িতে বাইক দুর্ঘটনায় মৃত ২

জেলা

শিলিগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুইজনের। ঘটনায় আহত একজন। রবিবার গভীর রাতে শিলিগুড়ি মহকুমার বাগডোগরার কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে, শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর থেকে একটি মোটরবাইকে চেপে মুনি চা বাগানের দিকে বাড়িতে ফিরছিলো তিনজন যুবক। শিলিগুড়ি কলকাতা ৩১ নম্বর জাতীয় সড়কের গঙ্গারাম মোড় সেনা ছাউনির সামনে দ্রুত গতিতে আসা মোটরবাইকটি আচমকাই একটি চারচাকা গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। মোটরবাইক থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে যায় তিন যুবকই। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। একজন গুরুতর জখম হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা থানার পুলিশ। রাস্তার ওপর পড়ে থাকা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় আহত যুবক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ও নিহত তিন যুবকই মুনি চা বাগানের বাসিন্দা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment