Left Front

বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি রাজ্য বামফ্রন্টের

রাজ্য আন্তর্জাতিক

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিলো রাজ্য বামফ্রন্ট। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বিবৃতিতে বলেছেন, ‘রাজ্য বামফ্রন্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে অতি সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাপ্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং ছাত্রসহ বেশ কয়েকশত নিরীহ মানুষের জীবনহানীতে শোকপ্রকাশ করছে। বামফ্রন্ট মনে করে- মুক্তিযুদ্ধে আন্দোলনের চেতনা ও ঐতিহ্য ভারতীয় মহাদেশে শুধু নয় সারা বিশ্বের রাজনৈতিক চিন্তা-চেতনায় ব্যাপক প্রভাব সৃষ্টি করেছিল।’
বিবৃতিতে বলা হয়েছে, বামফ্রন্ট প্রত্যাশা করছে বাংলাদেশে অতি দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হোক এবং সম্প্রীতির পরিবেশ বহাল রেখে উভয় দেশের পারষ্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক অটুট থাকুক।
বামফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জনগণের শত্রুরা যাতে কোনভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে না পারে সেদিকে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকার উভয়কেই ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। বামফ্রন্ট সাম্প্রদায়িক শক্তির উস্কানিমূলক সব ধরণের কাজ ও গুজব সম্পর্কে বামপন্থী কর্মী এবং গণতন্ত্রপ্রিয় জনগণকে সজাগ ও সতর্ক থাকতে আবেদন জানায়।
হাসিনা বিরোধী আন্দোলনের নেতার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। নতুন করে জ্বলছে হিংসার আগুন। জ্বালিয়ে দেওয়া হয়েছে দুই সংবাদপত্রের দপ্তর। আক্রমণ হচ্ছে সংখ্যালঘুদের ওপর আক্রমণ। গতকাল সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বাংলাদেশের প্রসঙ্গে বলেন, ‘ধর্মের নামে রাজনীতি এবং বিভাজনের কি পরিস্থিতি হতে পারে সেটা বাংলাদেশ দেখছে। ধর্মের বর্ম পরে বিরোধীদের ওপর আক্রমণ করা এটি একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ চরিত্রকে নষ্ট করে দেয়।’

Comments :0

Login to leave a comment