অবশেষে খাঁচা বন্দী হলো চিতাবাঘ। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের জাবরা ডিভিশনের ঘটনা। জানা গেছে, দীর্ঘ প্রায় তিন মাস ধরে এই এলাকায় চা বাগানে চিতাবাঘের আতঙ্ক দেখা দিয়েছিলো। চা বাগানে চিতাবাঘের অস্তিত্ব টের পাচ্ছিলেন বাসিন্দারা। আতঙ্কিত হয়ে রয়েছিলেন চা শ্রমিক পরিবারগুলি। অবশেষে চিতাবাঘ ধরা পড়তেই স্বস্তি ফিরে পেলেন তারা। শনিবার ভোরে বনদপ্তরের পাতা ফাদে ধরা পড়েন চিতাবাঘ। গত ১০ডিসেম্বর এবিষয়ে চা শ্রমিকেরা বনদপ্তরের কাছে লিখিতভাবে বাগানে খাঁচা পাতার দাবি জানান। এরপরেই শ্রমিকদের দাবি মেনে বৃহস্পতিবার পানিঘাটা বনদপ্তরের পক্ষ থেকে চিতাবাঘকে ধরতে একটি খাঁচা পাতা হয়। খাবারের লোভে শনিবার ভোরে ওই খাঁচায় বন্দী হয় একটি চিতাবাঘটি। এরপর চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে স্থানীয়রা খাঁচার সামনে আসতেই দেখতে পান খাঁচাবন্দী চিতাবাঘটিকে। খবর দেওয়া হয় বনদপ্তরে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানা গেছে, আটক হওয়া চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তবে বাগিচা শ্রমিকেরা স্বস্তি ফিরে ফিরে পেলেও তাদের আশঙ্কা চা বাগান এলাকায় আরো চিতাবাঘ লুকিয়ে থাকতে পারে। সেই কারণে আগামীদিনের নিরাপত্তার প্রয়োজনে বাগান এলাকায় খাঁচা বসানোর দাবি জানানো হয়েছে শ্রমিকদের পক্ষ থেকে।
Leopard Caged
ফের খাঁচা বন্দী চিতাবাঘ
×
Comments :0