Polit Bureau on Bangladesh

বাংলাদেশে হিংসা দমনে সরকারের দ্রুত পদক্ষেপের দাবি পলিট ব্যুরোর

জাতীয়

মৌলবাদী শক্তির উত্থানের প্রভাব কেবল বাংলাদেশেই সীমাবদ্ধ থাকবে না। সীমান্তের দু’পারেই সাম্প্রদায়িক শক্তি একে অন্যকে পুষ্ট করবে। হিংসা দমনে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপের দাবি করে একথা বলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো।
বাংলাদেশের ইনকিলাবি মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে গুলি এবং মৃত্যুর পরিপ্রেক্ষিতে তাণ্ডব শুরু হয়েছে বাংলাদেশে। উদ্বেগ ছড়াচ্ছে সীমানার বাইরেও।
এই পরিপ্রেক্ষিতে পলিট ব্যুরো বলেছে, মানুষের অধিকার রক্ষার পাশাপাশি সংবাদমাধ্যমে হামলা এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বাংলাদেশের অন্তবর্তী সরকারের। বাংলাদেশে হিংসাত্মক পরিস্থিতি এবং দুই সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচীতে হামলার পরিপ্রেক্ষিতে একথা বলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। 
পলিট ব্যুরো বলেছে, ধর্মীয় মৌলবাদী শক্তিগুলি বাংলাদেশে তাদের প্রভাব বাড়ানোর জন্য সাম্প্রদায়িকতার মাধ্যমে সমাজে মেরুকরণ করতে চাইছে। ধর্মীয় মৌলবাদী শক্তির এই উত্থানের বিপদ কেবল বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা ভৌগলিক অঞ্চলে তার প্রভাব পড়বে। 
পলিট ব্যুরো বলেছে, সীমান্তের দু’পারেই সাম্প্রদায়িক শক্তি ঘৃণার চাষ আরও বাড়িয়ে ফয়দা তুলতে চাইবে। এরা একে অন্যকে পুষ্ট করবে। গণতন্ত্র এবং সম্প্রীতি রক্ষাই এ সময়ে সবচেয়ে বেশি জরুরি। 
পলিট ব্যুরো বলেছে, সিপিআই(এম) আশাবাদী যে এই কঠিন সময়ে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে। ১৯৭১’র মুক্তিযুদ্ধের মূল্যবোধকে রক্ষা করবে। সাম্প্রদায়িক শক্তিকে দমন করতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে অন্তবর্তী সরকারকে। হিংসায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশে স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে হবে।

Comments :0

Login to leave a comment