শনিবার ইন্দাস থানার মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের কুশমুড়ি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক দীনবন্ধু কুন্ডু(৮৫) ও তাঁর স্ত্রী লক্ষীরানী কুন্ডু(৭৮)’র অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই মৃত্যু ঘিরে তৈরী হয়েছে রহস্য। এদিন সকালে কুশমুড়ি গ্রামের বাড়ি থেকে দীনবন্ধু কুন্ডুর দেহ ঝুলন্ত ও তাঁর স্ত্রী মৃত দেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়।
ঘটনা হল প্রাক্তন এই শিক্ষকের দুই মেয়ের আগেই বিয়ে হয়ে গেছে। তিনি ছেলে, বৌমা ও স্ত্রীকে নিয়ে থাকতেন। ছেলে ও বৌমা দুজনেই শিক্ষকতার চাকরি করেন। বিশ্বস্ত সূত্রে খবর ছেলে বৌমার সঙ্গে সাংসারিক বিবাদ লেগে ছিল। কিন্তু কি এমন পর্যায়ে গিয়েছিল যে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতে পারে? এই জিজ্ঞাসা কুশমুড়ি গ্রামের মানুষজনের। পুলিশ এদিন দুটি মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুরে নিয়ে গেছে ময়না তদন্তের জন্য। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
Bankura
বৃদ্ধ দম্পতির অস্বভাবিক মৃত্যু ইন্দাসে
×
Comments :0