JOURNEY — AVIK CHATARJEE — KHEROR KHATAYA ORANGABAD — MUKTADHARA — 20 DECEMBER 2025, 3rd YEAR

ভ্রমণ — অভীক চ্যাটার্জী — খেরোর খাতায় ঔরঙ্গাবাদ... — মুক্তধারা — ২০ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

JOURNEY  AVIK CHATARJEE  KHEROR KHATAYA ORANGABAD  MUKTADHARA  20 DECEMBER 2025 3rd YEAR

ভ্রমণ

মুক্তধারা

খেরোর খাতায় ঔরঙ্গাবাদ
 

অভীক চ্যাটার্জী 

২০ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩

জৈন গুহাগুলো একটু দূরে, হেঁটে যেতে হয় বেশ খানিকটা। পথে পার হয়ে যেতে হয় বেশ কিছু বৌদ্ধ গুহা, যেগুলো বেশিরভাগই অসমাপ্ত। সেই অসমাপ্ত গুহাগুলো থেকে খানিকটা এই গুহাগুলো তৈরির প্রণালী কৌশল অনুমান করা যায়। মোনোলিথিক স্টোন কাট পদ্ধতিতে তৈরি এই গুহার পরিমাপের বিচক্ষণতা চোখে পড়ে বেশ।

আমরা যখন ধীরে ধীরে বেরিয়ে আসলাম ইলোরা থেকে বেরিয়ে আসছিলাম, আবার বৃষ্টি নেমে পড়েছে। আমরা আবার বের করলাম বর্ষাতি। এই ইলোরার চারদিকে বহু মনোহারী পশরা সাজিয়ে বসেছে হরেক সওদাগর। বিক্রিও হচ্ছে বেশ এই বৃষ্টির মধ্যেই। আমরা সে সব দেখে বেরিয়ে পড়লাম দৌলতাবাদ ফোর্টের দিকে।

পথে আকাশ ভেঙে বৃষ্টি এলো। বর্ষাতে মহারাষ্ট্রের যে কি অপরূপ রূপ, তা আমি আগেও দেখেছি, এবার আরও বেশি করে প্রত্যক্ষ করলাম। 
"সাওনও গগনে ঘোর ঘনঘটা!"
আমরা দুজনেই রেইনকোট প'রে গুটিসুটি মেরে বসে আছি অটোর মধ্যে। তারপর পৌঁছলাম আমরা ডৌলতাবাদ ফোর্ট।

খ্রিস্টীয় ৯ম শতাব্দীতে নির্মিত মহারাষ্ট্রের দুর্ভেদ্য দুর্গগুলোর মধ্যে অন্যতম হলো এই দৌলতাবাদ ফোর্ট। প্রথমে এর নাম ছিল দেবগিরি। এই দেবগিরি ছিল সেই সময়ের যাদব রাজবংশের রাজধানী। তবে এখানে মুসলমান রাজতন্ত্রের শুরু হয় আলাউদ্দিন খিলজীর হাত ধরে। সালটা ছিল ১২৯৬। তবে নাম বদলায় আরও পরে। তখন খিলজীর হাত থেকে ক্ষমতা গেছে তুঘলকের হাতে। মোহাম্মদ বিন তুঘলক ১৩২৭ এ এই শহরের নাম বদলে রাখেন দৌলতাবাদ বা সমৃদ্ধির নগর। হাত বদলে ক্ষমতা আসে বাহমনিদের হাতে। তারপর নিজামশাহী। শেষে ১৬৩৬ এ দৌলতাবাদ যায় মুঘলদের হাতে। শাসন ভার তুলে নেন সম্রাট শাহজাহান। তারপর কিছু সময় পর আবার তা যায় মারাঠীদের হাতে।

Comments :0

Login to leave a comment