Raniganj Rally

কাজ, কারখানা, শহরের সঙ্গে দামোদর বাঁচানোরও স্লোগান রানিগঞ্জে

জেলা

‘কাজ দাও,  কারখানা বাঁচাও, জীবন বাঁচাও‘ দাবি নিয়ে সিপিআই(এম)  রানিগঞ্জ এরিয়া কমিটির ডাকে  পদযাত্রা হল রানিগঞ্জ শহরের ৯৩ নং ওয়ার্ড ও মহাবীর কোলিয়ারি এলাকায়। 
রানিগঞ্জে কয়লাঞ্চল বিপন্ন, বিপন্ন এলাকার জনজীবন। কয়লাখনি বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে মোদী সরকার। তৃণমূল কয়লা, বালি লুট করছে। রানিগঞ্জ শহর বাঁচানোর সঙ্গে জিনিসপত্রের দাম কমানো, দামোদর নদী বাঁচানোর আওয়াজ ওঠে। 
শনিবার রানিগঞ্জ পোস্ট অফিস ময়দান থেকে পদযাত্রা শুরু হয়ে অরুণ টকিজের সামনে শেষ হয়। মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। লালঝাণ্ডা, প্লাকার্ড নিয়ে দাবি তুলে ধরেন পদযাত্রীরা। পদযাত্রায় শ্লোগান ওঠে, ‘বেকারদের কাজ দাও, শিল্পাঞ্চল বাঁচাও।’ প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। বিজেপির ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি, কয়লাখনির বেসরকারিকরণের সঙ্গে তৃণমূলের দুর্নীতিতে জেলার শিল্পাঞ্চল সহ সারা পশ্চিমবাংলা বিপন্ন। লালঝাণ্ডার ডাকে বাংলা বাঁচানোর দাবিতে রাজ্যজুড়ে লড়াই শুরু হয়েছে। 
পশ্চিম বাংলাকে বাঁচাতে শ্রমজীবী মানুষের লড়াইকে জোরদার করার বার্তা দেয় এদিনের পদযাত্রা। পদযাত্রার নেতৃত্বে ছিলেন এরিয়া কমিটির সম্পাদক সুপ্রিয় রায়,  পার্টিনেতা রুনু দত্ত, কৃষ্ণা দাশগুপ্ত,  হেমন্ত প্রভাকর প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, বাংলা বাঁচাতে, রানিগঞ্জ কয়লাঞ্চল বাঁচাতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের লড়াইকে তীব্র করতে হবে।

Comments :0

Login to leave a comment