গত ১১ নভেম্বর বিহারের দ্বিতীয় দফা নির্বাচনের পাশাপাশি আরও ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে উপনির্বাচন হয়। জাম্মুকাশ্মীর, রাজস্থান, ঝাড়খন্ড, তেলেঙ্গানা, পাঞ্জাব, মিজোরাম সহ ওড়িশার আটটি নির্বাচনক্ষেত্রেও এদিন নির্বাচন হয়। বিহারের পাশাপাশি এই রাজ্যগুলির নির্বাচনের ফলাফল ঘোষণা হয় শুক্রবার।
জম্মুকাশ্মীরের বুদ্গম বিধানসভাক্ষেত্রের বিধায়ক ওমর আব্দুল্লাহ পদত্যাগ করায় দ্রুত উপনির্বাচন করানো জরুরি হয়ে পরে। পাশাপাশি, রাজস্থানের অন্ত বিধানসভাক্ষেত্রে কানওয়ারলালের বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ার সেখানেও উপনিবাচন করানো জরুরি হয়ে পরে। পাশাপাশি আরো ছয়টি রাজ্যে বিধায়কদের মৃত্যুর জন্য সেখানও উপনির্বাচন করা হয়।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী,পাঞ্জাবের তরন তারান বিধানসভা কেন্দ্রের শিরোমনি আকালি দলের প্রার্থী সুখবিন্দার কৌরকে ১২৮৯১ ভোটে হারিয়ে আমি অদামি পার্টির হারমিত সিং সান্ধু জয়লাভ করেছেন। ওডিশার নওয়াপাদা উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। তেলেঙ্গানার জুবিলি হিলস উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী এন নারিন যাদব ২৪, ৭২৯ ভোটে পেয়ে জয় নিশ্চিতের পরই ভোটারদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়েছেন। ঝাড়খণ্ডের ঘাটশিলায় বিজেপি'র বাবুলাল সোরেনকে ৩৮,৬০১ ভোটে ঝাড়খন্ড মুক্তি মোর্চার সোমেশ চন্দ্র সোরেন পরাজিত করেছেন। জম্মুকাশ্মীরের বুদগাঁও তে পিপলস ডেমোক্রেটিক পার্টির আগা সায়াদ মুন্তাজির মাহাদি ৪,৪৭৮ ভোটে জয়ী হয়েছেন। এবং নাগরোটা উপনির্বাচন কেন্দ্রে বিজেপি'র ডিভ্যানি রানা ২৪,৬৪৭ ভোটে জয়যুক্ত হয়েছেন। রাজস্থানের অন্ত উপনির্বাচন ক্ষেত্রে বিজেপি প্রার্থীকে ১৫৬১২ভোটের বাব্যধানে হারিয়ে কংগ্রেসপ্রার্থী প্রমোদ জৈন 'ভাইয়া' জয় যুক্ত হয়েছেন। পাশাপাশি মিজোরামের ডাম্পা প্রদেশে মিজো ন্যাশনাল ফন্ট'র প্রার্থী ডঃ আর লালথাংলিয়ানা ৫৬২ ভোটে জয়যুক্ত হয়েছেন।
রাজ্যভেদে উপনির্বাচনে ভোটদাতাদের উপস্থিতির তারতম্য থাকলেও মিজোরামের ডাম্পা প্রদেশে সবথেকে বেশি প্রায় ৮২.৩% মানুষ ভোট দিয়েছেন। পাশাপাশি রাজস্থানেও ভোটদাতাদের উপস্থিতির হার ৮০.৩%। ওড়িশায় ৭৯.৪%,জাম্মুকাশ্মীরের দুটি নির্বাচনক্ষেত্রেই যথাক্রমে ৭১.৫% ও ৫০%,ঝাড়খণ্ডে ৭৪.৬%, পাঞ্জাবে ৬১%,তেলেঙ্গানায় ৪৮.৫% ভোটদাতা ভোটে দিয়েছিলেন।
BJP loses 6 seats elections in 7 states
৭ রাজ্যের ৮ উপনির্বাচনে বিজেপির হার ৬ আসনে
×
Comments :0