৯ জুলাই সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কর্মচারী ফেডারেশন সমূহের জাতীয় মঞ্চ। পশ্চিমবঙ্গে ধর্মঘটের পক্ষে কী বলছে শ্রমিক শ্রেণি, বিশদে জানাচ্ছেন সিআইটিইউ রাজ্য সম্পাদক জিয়াউল আলম। (দেখুন ভিডিও)
আলম বলেন, এই ধর্মঘট পশ্চিমবঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ সামাজিক আর্থিক অধিকার মানুষের চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন একশো দিনের কাজ পাওয়ার অধিকার, তিন বছর ধরে পশ্চিমবঙ্গেই বন্ধ হয়ে রয়েছে।
তিনি বলেন, রাজ্যের অর্থনীতি এগচ্ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গ নিচের দিকে নেমে যাচ্ছে। তার কারণ, চট বা চায়ের মতো রাজ্যের শিল্প যা অভ্যন্তরীণ সম্পদ তৈরি বা কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিল্পগুলি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। রাজ্যের তৃণমূল সরকারের দৃষ্টিভঙ্গি, নীতিগত সমস্যা রয়েছে। দেশে ন্যূনতম মজুরি আইন রয়েছে। ১৯৪৮ সালের আইন। দামের সঙ্গে ভিত্তি করে ঠিক করা হয়। এরাজ্যে অসংখ্য ক্ষেত্রেই তা করা হয়নি। চা শিল্পে খাদ্যের অংশ, প্রায় ৪ লক্ষ শ্রমিক কর্মচারী পেতেন, রাজ্য তা বন্ধ করে দিল বেআইনিভাবে।
তিনি বলেন, শ্রম আইন তুলে দিয়ে শ্রম কোড পাশ করিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রমিকরা তাঁদের ন্যায্য অধিকার পাচ্ছেন কিনা তার ওপর নজরদারির বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে শ্রম কোডে। অধিকার রক্ষার জন্য এই লড়াই জরুরি।
Strike Jiaul Alam
এরাজ্যে ধর্মঘট, বিশদে জানাচ্ছেন জিয়াউল আলম, দেখুন ভিডিও

×
Comments :0