অগ্নিগর্ভ দিনলিপি
স্বাধীনতালাভের আগে গোটা দেশের মতই অখণ্ড বঙ্গে বৃটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উত্তাল আন্দোলনের পটভূমিকায় অনাথ শিশু রাজুর আর্দশে নিষ্ঠাবান হয়ে ওঠার কাহিনি নিয়ে এই বই যা সমাজ দর্পণের প্রতিবিম্ব হয়ে পাঠকের সামনে হাজির। শুরুতেই অরিয়নের মৃত্যুর বর্ননা। ফ্লাসব্যাকে তার জীবন বৃত্তান্ত। স্বাধীনতা সংগ্রামী এক মুসলমান পরিবারে রাজুর আশ্রয়লাভ। পরে বৃটিশ পুলিশের হাতে রক্তাত্ত রাজু পেরিত হল আসামে। অতঃপর নানা টালবাহানার মধ্যে হিন্দু পরিবারের একজন হিসাবে বেড়ে ওঠা। দাঙ্গার ভয়াবহতার মাঝে বেঁচে থাকবার জন্য রাজুর নাম পরিবর্তিত হয় অরিয়ানে। স্কুলের গনণ্ডি পেরিয়ে কলেজ এবং উচ্চশিক্ষার জন্য কলকাতায় আগমন গল্পের বড়ো অধ্যায়। গল্প যত এগিয়েছে অনেক চরিত্র এসে ভিড় করেছে। কিন্তু লেখক তার লেখনীর গুণে চরিত্রগুলিকে রঙে-রসে জীবন্ত করে তুলেছে।
কলকাতায় নকশাল আন্দোলনের কথা রয়েছে এই গল্পে। শ্রেণিশত্রুর খতমের নামে নিরীহ ও বামপন্থী মানুষ খুনের রাজনীতির কাহিনী গল্পে স্থান পেয়েছে। একমাত্র বামপন্থীরাই এর বিরুদ্ধে সঠিক পথ দেখিয়েছে। বিচার ব্যবস্থার প্রহসন,জেলখানায় পুলিশি অত্যাচার সেই সময়কার দিনগুলিকে পাঠক মর্মে-মর্মে অনুধাবন করবে এই উপন্যাসে।
আগুন আলেখ্য
চন্দন চক্রবর্তী। সুবর্ণরেখা পাবলিশার্স। ৭৩ মহাত্মা গান্ধী রোড, কলকাতা-৯। ৩৫০ টাকা
BOOK — PRADOSH KUMAR BAGCHI — AGUN ALEKHYA — MUKTADHARA — 19 AUGHST 2025, 3rd YEAR
বই — প্রদোষকুমার বাগচী — অগ্নিগর্ভ দিনলিপি — মুক্তধারা — ১৯ আগস্ট ২০২৫, বর্ষ ৩

×
Comments :0