ইংরেজবাজার পৌরসভার অন্যতম প্রাণকেন্দ্র রথ বাড়ি মোড়। অথচ এখানেই গুরুত্বপূর্ণ রাস্তা আটকে রয়েছে জঞ্জালে। ক্ষোভ রয়েছে এলাকায়।
এই এলাকা দিয়েই গেছে ৩৪ নম্বর জাতীয় সড়ক। বহু যানবাহন চলাচল করে করে এই রাস্তায়। বাস, ট্রাকের মতো গাড়ি তো বটেই টোটো, অটো, রিকশা ভ্যান, ভুটভুটিও চলে সারাক্ষণ। ফলে এলাকা জ্যাম হওয়া স্বাভাবিক ঘটনা।
এই জায়গায় রয়েছে তিনটি লেন। দুটি লেন দিয়ে গাড়ি চলাচল করলেও একটি সব সময় বন্ধ থাকে। পৌরসভা আবর্জনা ফেলার কারণে বন্ধ থাকে এই রাস্তা।
এই লেনের পাশেই বসে সবজি বাজার। বাজারের ময়লা ফেলা হয় রাস্তার উপরেই। ফলে পথ চলতি সাধারণ মানুষকেও অসুবিধার মধ্যে পড়তে হয়। এছাড়া প্রচুর মানুষ ভ্যানে ফল নিয়ে বিক্রি করেন। পৌর প্রশাসন ও পুলিশ তাদেরকে নানাভাবে হেনস্থা করে। এ প্রসঙ্গে সিআইটিইউ অনুমোদিত মালদহ জেলা রিকশা ও ভ্যানচালক ইউনিয়নে জেলা সম্পাদক অনুপম গুন ও কার্যকরী সভাপতি বরুণ সাহা অবিলম্বে এই অসহনীয় অবস্থা থেকে মুক্তির জন্য ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন প্রশাসনের কাছে। শ্রমজীবী জনতার ওপর ট্রাফিক পুলিশের হেনস্তা বন্ধের দাবিও তুলেছেন তিনি।
English Bazar Garbage
জঞ্জালে আটকে রাস্তা, ইংরেজবাজারে নাকাল বাসিন্দারা

×
Comments :0