মৌসুমি বায়ুর অক্ষরেখা সক্রিয় পশ্চিমবঙ্গে। সে কারণেই রাজ্যের সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা থাকছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী ৪৮ ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মূলত উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর- এই তিন জেলায় এবং পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সপ্তাহের শেষ তিন দিন কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। শনি ও রবিবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। ৭ সেন্টিমিটার থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। কিন্তু বিক্ষিপ্তভাবে গোটা রাজ্যেই বৃষ্টিপাত চলবে। কলকাতা ও তার সংলগ্ন জেলা গুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সাথে আর্দ্রতা জনিত অসস্তিও অনুভূত হচ্ছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সপ্তাহের শেষে বৃষ্টির দাপট কিছুটা কমলেও আগামী সোমবার থেকে ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
Comments :0