পুরুলিয়া জেলা এবং ম্যালেরিয়া যেন সমার্থক শব্দ হয়ে আছে। বর্ষার শুরুতেই পুরুলিয়া জেলা জুড়ে দেখা দিয়েছে ম্যালেরিয়ার প্রকোপ। রাজ্যের মধ্যে ম্যালেরিয়া আক্রান্ত প্রবন এলাকায় পরিণত হয়েছে জেলা পুরুলিয়া। বর্ষায় যত্রতত্র জমা জলে মশার প্রাদুর্ভাব বাড়ায় এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এর জেরে জেলা জুড়ে ক্রমশ বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। গ্রামীণ এলাকায় এর প্রভাব বেশি। পুরুলিয়া ১ ও ২ ব্লক, পাড়া, বাঘমুন্ডি, বলরামপুর, মানবাজার সহ বেশ কয়েকটি ব্লক এলাকায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেশি। জেলা স্বাস্থ্য দপ্তর থেকেও স্বীকার করে নিয়েছে এবার ম্যালেরিয়ার প্রকোপ একটু বেশি।
প্রতি বছরই বর্ষাকালীন সময়ে পুরুলিয়ায় ম্যালেরিয়ার প্রভাব দেখা দেয়। এবছরও বর্ষার শুরুতেই মাইলেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। তৎপর রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গ্রামে গ্রামে সচেতনতার প্রচার চালানো হচ্ছে। জ্বর, মাথা ব্যাথা, শরীর ব্যথা হলেই তৎক্ষণাত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীদের কাছে গিয়ে চিকিৎসা পরিষেবা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে । প্রত্যেক স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে ম্যালেরিয়া চিকিৎসা ওয়ার্ডে মশারী খাটিয়ে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে । ম্যালেরিয়া আক্রান্ত গ্রাম গুলিতে স্বাস্থ্য দপ্তর বা আশাকর্মীরা গিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন। পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি সুকোমল বিষয়ী জানিয়েছেন ম্যালেরিয়া কোন নতুন জিনিস নয়। বর্ষার শুরুতেই ম্যালেরিয়া দেখা যায়। কারণ এই সময়ে জমা জলে মশার লার্ভা প্রচুরভাবে জন্মায় ।তারা এ ব্যাপারে সতর্ক রয়েছেন। বেশ কিছু রোগী বিভিন্ন হাসপাতাল ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।
Malaria
পুরুলিয়া জেলা জুড়ে ম্যালেরিয়ার প্রকোপ

×
Comments :0