বিশ্বনাথ সিংহ: রায়গঞ্জ
কসবা ধর্ষণকান্ডের মধ্যেই আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ধর্ষণে অভিযুক্ত বিজেপি কর্মী জামিনে মুক্তি পেয়ে ফের ধর্ষণের হুমকি দিয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ পুলিশের গাফিলতিতেই ধর্ষণে অভিযুক্ত জামিন পেয়েছে। জামিন পেয়ে বাড়ি ফিরেই ফের প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণের হুমকি দিচ্ছে বলে নির্যাতিতা রায়গঞ্জ থানায় অভিযোগ জানিয়েছেন। খবর ছড়িয়ে পরতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনায় আতঙ্কিত গৃহবধু। ফের রায়গঞ্জ থানার দারস্থ হয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে, গত ৮ জুন প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় ধর্ষণের লিখিত অভিযোগ করেন গৃহবধু। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জেলে ছিলো অভিযুক্ত। নির্যাতিতার অভিযোগ, পুলিশ আদালতে মেডিকেল রিপোর্ট জমা না দেওয়ায় অভিযুক্ত জামিন পেয়ে গেছে। নির্যাতিতার আরও অভিযোগ জামিন পেয়েই অভিযুক্ত যুবক তাঁকে ফোন করছেন। ফোন না ধরায় লোক পাঠিয়ে আবারও তাকে ধর্ষণের হুমকি দিয়েছে। এছাড়াও মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করছে। মামলা প্রত্যাহার না করলে ফের ধর্ষণের হুমকি দিচ্ছে বলে অভিযোগ নির্যাতিতার। অভিযুক্ত যুবক এলাকায় বিজেপি নেতাদের প্রশ্রয়ে দারুন প্রভাবশালী হওয়ায় পুলিশ নির্বিকার বলে অভিযোগ করছেন নির্যাতিতা। প্রশ্ন উঠছে কসবা ধর্ষণ কান্ড নিয়ে যখন তোলপাড় হচ্ছে রাজ্যে। সেই সময় কিভাবে ধর্ষণে অভিযুক্ত এরকম হুমকি দেবার সাহস দেখাচ্ছে? পুলিশ কেন পদক্ষেপ নিতে গরিমসি করছে? যদিও তার উত্তর এখনও পাওয়া যায়নি। এব্যাপারে পুলিশের এক আধিকারিক বলেন, বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ।
Comments :0