Mohun Bagan

কলকাতায় এলেন লোবেরা

খেলা

মঙ্গলবার গভীর রাতে শহরে পৌঁছালেন মোহনবাগানের নতুন কোভ সার্জিও লোবেরা। সাথে ছিলেন তার সহযোগী ডেভিড মার্কুয়েজও। কোচকে স্বাগত জানাতে কলকাতা বিমান বন্দরে ছিলেন মোহনবাগান সুপার জায়েন্ট মেনেজমেন্ট এবং সমর্থকরা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার থেকে লোবেরার তত্ত্বাবধানে শুরু হবে অনুশীলন। চলতি মাসের প্রথম থেকেই শুরু হয়েছে বাগানের অনুশীলন। সহকারী বাস্তব রায়ের তত্ত্বাবধানে চলছিল অনুশীলন। 
২৬ নভেম্বর মোলিনার পদত্যাগের পর লোবেরার নাম ক্লাবের পক্ষ থেকে কোচ হিসাবে ঘোষণা করা হয়। এর আগে লোবেরা ওড়িশা, গোয়া এবং মুম্বাইয়ের কোচিং করিয়েছেন। আইএসএলে সাফল্যও আছে তার।

Comments :0

Login to leave a comment