কয়েক হাজার টাকা খরচ করে মেসিকে দেখতে গিয়েছিলেন দর্শকরা। কিন্তু মেসিকেই তারা দেখতে পেলেন না। মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা। তাদের অভিযোগ যাকে দেখার জন্য তারা এসেছিলেন তাকেই তারা দেখতে পায়নি, তাকে ঘিরে ছিলেন সরকারের মন্ত্রী অধিকারিকরা।
মেসি স্টেডিয়াম থেকে বেড়িয়ে যাওয়ার সাথে সাথেই শুরু হয় বিক্ষোভ। মাঠে উড়ে আসতে থাকে জলের বোতল। চেয়ার ছুঁড়তে থাকেন দর্শকরা। একজন দর্শকের কথায়ে মেসিকে মাছির মতো ঘিরে ছিল মন্ত্রীরা। কি করে দেখবো।
মেসিকে দেখার জন্য কেউ কেউ ১০ হাজার , ১৫ হাজার টাকা দিয়ে টিকিট কেটে মাঠে এসেছিল।
Messi Kolkata Tour
মেসিকে দেখতে না পেয়ে মাঠে দর্শকদের বিক্ষোভ
মাঠে দর্শকদের বিক্ষোভ। ছবি অচ্যুৎ রায়।
×
Comments :0