কেরালার কিছু আদালত নির্দিষ্ট কিছু মামলায় জনসাধারণের প্রত্যাশিত "ন্যায়বোধ" দেখাতে ব্যর্থ হচ্ছে বলে শুক্রবার মন্তব্য করেছেন সিপিআই(এম)’এর সাধারণ সম্পাদক এম এ বেবি এবং এই ঘটনাকে তিনি "দুর্ভাগ্যজনক" বলে চিহ্নিত করেছেন।
কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক রাহুল মামকূটথিল যৌন নির্যাতনের দুটি মামলায় আগাম জামিন পাওয়ায় সংবাদমাধ্যমের কাছে এই মন্তব্য করেন বেবি।
এই মামলাগুলির একটিতে অভিযোগকারীকে মানহানি করার অভিযোগে সমাজকর্মী রাহুল ঈশ্বরকে জামিন দেওয়া হয়নি। এই রায়কে স্বাগত জানিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক।
বেবি বলেন, ‘যিনিগুরুতর অপরাধ করেছেন, তাঁকে গ্রেপ্তারির হাত থেকে সুরক্ষা দেওয়া হচ্ছে। কেরালার কিছু আদালত নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জনসাধারণের প্রত্যাশিত ন্যায়বিচার দিচ্ছেন না।’
তিনি আরও উল্লেখ করেন যে, কংগ্রেস দল পালক্কাডের ওই বিধায়ককে দল থেকে বহিষ্কার করলেও, স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য তিনি যখন উপস্থিত হন, তখন তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিতে দেখা যায়।
বেবি আরও বলেন যে, ২০১৭ সালের অভিনেত্রী নির্যাতন মামলায় অভিনেতা দিলীপের খালাসের পর ইউডিএফ আহ্বায়ক আডুর প্রকাশের সমর্থন অভিযুক্তদের প্রতি তাদের অবস্থান স্পষ্ট করে।
চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত প্রাক্তন বিধায়ক পি টি কুঞ্জু মুহাম্মদকে নিয়ে পদক্ষেপ গ্রহণে বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন যে, এলডিএফ সরকার অপরাধকারী কাউকেই রক্ষা করবে না। বেবি বলেন, কেউ অপরাধ করে থাকলে তাকে শাস্তি পেতেই হবে।
MA Baby
কেরালার কিছু আদালত প্রত্যাশিত 'ন্যায়বিচারবোধ' দেখাতে ব্যর্থ : এম এ বেবির
×
Comments :0