শিলিগুড়ির রিচাই বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপ জিতেছেন। মুম্বাই, দিল্লি হয়ে রাজ্যে ফেরার ২৪ ঘণ্টার মধ্যে বিশ্বজয়ী রিচা ঘোষকে বরণ করে সিএবি। ৮ নভেম্বর রিচার হাতে তুলে দেওয়া হয় সোনার ব্যাট ও বল। ফাইনালে ৩৪ রানের মহামূল্যবান ইনিংস খেলার সুবাদে রিচা পান ৩৪ লক্ষ টাকা। এছাড়াও রাজ্য সরকারের তরফে রিচাকে সোনার চেন, ডিএসপি’র চাকরি ও বঙ্গভূষণ পুরস্কার দেওয়া হয়। বুধবার রাজ্য পুলিশের ডিএসপি হিসাবে দায়িত্ব নিলেন শিলিগুড়ির তথা দেশের গর্ব রিচা ঘোষ। তাঁকে স্বাগত জানান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বাংলার প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তিনি। বিশ্বজয়ী ভারতীয় দলের ‘ফিনিশার’। ফাইনালের দিন ডি ওয়াই পাতিল স্টেডিয়াম সব থেকে বেশি গর্জন করে ছিল তাঁর মাঠে নামাতেই। এদিন তিনি শিলিগুড়ি কমিশনারেটে গিয়ে নিজের দায়িত্ব বুঝে নেন। তাঁকে শিলিগুড়ি কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ পদে নিযুক্ত করা হয়েছে। পুলিশ ২২ বছর বয়সী বিশ্বজয়ীর একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে তাঁকে শিলিগুড়ি কমিশনারেটে সহকারী পুলিশ কমিশনার নিযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করে একটি পোস্ট করা হয়েছে। পোস্টটিতে লেখা হয়েছে, ‘‘পশ্চিমবঙ্গ পুলিশ পরিবারে রিচা, স্বাগতম। অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।’’
Richa Ghosh
চাকরিতে যোগ দিলেন বিশ্বজয়ী রিচা ঘোষ
×
Comments :0