South Africa Shooting

দক্ষিণ আফ্রিকায় এলোপাথারি গুলিতে নিহত ১১

আন্তর্জাতিক

বন্দুকবাজের তাণ্ডব দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার কাছে সোলসভিল টাউনশিপে শনিবার ভোরে একটি অবৈধ বারে গুলি চালানোর ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। দক্ষিণ আফ্রিকারা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে,  এই হামলায় আরও ১৪ জন আহত হয়েছেন তাদের গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তিন সন্দেহভাজনের খোঁজ শুরু করেছে।
আহতদের বয়স সম্পর্কে পুলিশ কোনও তথ্য দেয়নি। তবে নিহত শিশুদের মধ্যে একজন ৩ বছর বয়সী একজন ১২ বছর বয়সী ছেলে এবং ১৬ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। ৩ বছর বয়সী শিশুটি অবৈধ বারের মালিকের ছেলে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে যে তিনজন সন্দেহভাজনকে খুঁজছে। শনিবার গভীর রাত থেকে ভোরের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। দক্ষিণ আফ্রিকা বিশ্বের সর্বোচ্চ হত্যার হারের দেশগুলির মধ্যে একটি। ২০২৪ সালে এখানে ২৬ হাজারের বেশি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 
দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস তিনজন অজ্ঞাত সন্দেহভাজনের খোঁজে তল্লাশি শুরু করেছে। বাকি নিহতরা প্রাপ্তবয়স্ক। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ভোর সোয়া চারটে নাগাদ। কিন্তু পুলিশ সকাল ৬ টা নাগাদ খবর পায়। পুলিশের মুখপাত্র এথেলিন্ডা ম্যাথে বলেছেন যে নিহত এবং আহতরা সকলেই বারে উপস্থিত ছিলেন। গুলি চালানোর উদ্দেশ্য এবং সন্দেহভাজনদের পরিচয় এখনও জানা যায়নি। হামলার উদ্দেশ্যও এখনও জানা যায়নি। কোনও সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়নি। নিহতদের মধ্যে দশজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে একজন হাসপাতালে মারা যান। পুলিশ জানিয়েছে,  তিনজন অজ্ঞাত হামলাকারী হোস্টেলে প্রবেশ করে গুলি চালায়। হামলার সময় বারে ভিড় থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে। পুলিশ নিশ্চিত করেছে যে অবৈধ মদের বারটি যে হোস্টেলে পরিচালিত হচ্ছিল, সেখানেই হামলাটি ঘটেছে। মাথাই বলেন, "লাইসেন্সবিহীন মদের বারগুলি একটি বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন যে, এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে পুলিশ ১১ হাজার ৯৭৫টি অবৈধ মদের বার বন্ধ করে দিয়েছে।

Comments :0

Login to leave a comment