kolkata metro

চিংড়িঘাটা মেট্রো জট নিয়ে সদর্থক আলোচনার নির্দেশ হাইকোর্টের

রাজ্য কলকাতা

চিংড়িঘাটা মেট্রোর জট কাটাতে আগামী বুধবার আলোচনায় বসতে হবে কেন্দ্র, রাজ্য এবং মেট্রো কর্তৃপক্ষকে। শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওইদিন বিকেলে মেট্রো ভবনে বৈঠক হবে বলে জানা গিয়েছে। রাজ্যের পক্ষ থেকে অ্যাহডভোকেট জেনারেল কিশোর দত্ত উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছে। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে মানুষের স্বার্থ মাথায় রেখে সব পক্ষকে আলোচনায় বসতে হবে। 
আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে ১৯ ডিসেম্বর মামলার শুনানিতে বৈঠকের রিপোর্ট জমা দিতে হবে। 
সম্প্রসারণের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনকে সরকারের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ তুলেছেন রেলমন্ত্রী। এই নিয়ে স্থানীয় এক বাসিন্দা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় জানিয়েছেন জমি জটের জন্য আটকে চিংড়িঘাটা এবং নোয়াপাড়া-বারাসত মেট্রোর কাজ ফেঁসে আছে। জমিজট এবং জবরদখলের কারণে কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের সম্প্রসারণের কাজেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে রেলের পক্ষ থেকে।
রেলমন্ত্রী জানিয়েছেন, নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত প্রস্তাবিত ১৮ কিমি মেট্রো লাইনে ৬.৭৭ কিমি অংশে (নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট) পরিষেবা চালু হয়ে গিয়েছে। এয়ারপোর্ট থেকে মাইকেলনগর পর্যন্ত কাজ চলছে। কিন্তু জমি জটের কারণে নিউ ব্যারাকপুর থেকে বারাসত পর্যন্ত ৭.৫ কিমি পর্যন্ত কাজ থমকে আছে। এই ক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে কোন সহযোগীতা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রেলমন্ত্রী।

Comments :0

Login to leave a comment