Hockey Jr WC

জার্মানির কাছে হার ভারতের

খেলা

জয়ের ধারা ধরে রাখতে পারল না ভারতের মেয়েরা। জুনিয়র হকি বিশ্বকাপের খেলায় তারা জার্মানির কাছে হারল ১-৩ গোলে। 
 প্রথমেই গোল করে জার্মানি। প্রতি-আক্রমণ থেকে পেনাল্টি পায় তারা। ৫ মিনিটের মাথায় সেই পেনাল্টি থেকে গোল করেন লেনা। তবে ভারত হাল ছাড়েনি। প্রথম থেকে লড়াই করে যায়। প্রথম কোয়ার্টারের শেষে ফলাফল ছিল ০-১।
দ্বিতীয় কোয়ার্টারে কোনও গোল হয়নি। এরই মধ্যে ভারত ২১ মিনিটে গোল করার সুযোগ হারায়।
তৃতীয় কোয়ার্টারে প্রচুর মিস পাস খেলে দু’দল। ফলে ম্যাচ গতি হারায়। প্রসঙ্গত, তৃতীয় কোয়ার্টার অবধি ভারতের একটি ছাড়া পেনাল্টি কর্নার আদায় করতে পারেনি কেউই। 
শেষ কোয়ার্টারের মাঝামাঝি সময়ে সেই মিস পাশ থেকে সুযোগ পায় জার্মানি। অরক্ষিত অবস্থায় থাকা অযাো নিকা গোল করেন। জার্মানি ২-০ গোলে এগিয়ে যায়। ভারত অনেক বেশি আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারেনি। এরই মধ্যে ৫৭ মিনিটে ভারতের হিনা বানো গোল করে ব্যবধান কমান। যদিও তাতেও কোনও লাভ হয়নি। ৫৯ মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় জার্মানি। পেনাল্টি কর্নার থেকে গোল করেন মার্টিনা। ভারত শেষ কোয়ার্টারে তিনটি পেনাল্টি কর্নার পেলেও গোল হয়নি।
দিনের অন্য খেলায় আয়ারল্যান্ড ৪-১ গোলে নামিবিয়াকে, আর্জেন্টিনা ১৩-০ গোলে জিম্বাবোয়েকে, স্পেন ২-০ গোলে স্কটল্যান্ডকে হারায়। এছাড়া, বেলজিয়াম ৩-১ গোলে ওয়েলসকে হারায়।
 

Comments :0

Login to leave a comment