Matuya Sujan Chakraborty

মতুয়াদের নাম নিঃশর্ত ভাবে ভোটার তালিকায় রাখতে হবে, কমিশনের বললো সুজন

রাজ্য

‘যারা ২০১৪ সালের আগে ভোট দিয়েছে তাদের কোন ভাবে অসুবিধায় ফেলা যাবে না। মতুয়াদের নিঃশর্ত ভাবে ভোটার তালিকায় নাম রাখতে হবে। শুনানির সময় অনেকে কাগজ দেখাতে পারবেন না, যারা গরীব। তাদের কোন ভাবে অসুবিধায় ফেলা যাবে না। শাসক দল জালি ভোটার রাখতে চায়। এর দায় কোন ভাবে গরীব মানুষ এবং মতুয়াদের ওপর চাপানো যাবে না।’ সিইও দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
এদিন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং বিশেষ পর্যবেক্ষকের সাথে দেখা করেন সুজন চক্রবর্তী। 
এসআইআরের বিরোধীতায় উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে কেন আমরণ অনশনে বসেন মতুয়ারা। সংগঠনের সাধারণ সম্পাদক ড. সুকেশ চৌধুরির কথায়, ‘যেসব নীতি, রীতি ও পদ্ধতিতে পশ্চিমবঙ্গে এসআইআর করার ঘোষণা করা হয়েছে তাতে এই রাজ্যের মতুয়া এবং সমস্ত উদ্বাস্তু সমাজ বিপর্যস্ত হবে। তাঁদের মধ্যকার অধিকাংশ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে মনে করে তাঁরা আতঙ্কিত। আমরা গভীরভাবে বিষয়টি পর্যালোচনা করেছি এবং বুঝেছি যে, উদ্বাস্তু মানুষের এই বিপর্ষয়ের মূল কারণ ভারতের বর্তমান নাগরিকত্ব আইনের কিছু বিশেষ ধারা যার অধিকাংশ সৃষ্টি করা হয়েছে বিজেপি সরকারের তত্ত্বাবধানে।’ তিনি আরও বলেন, ‘এই দেশে ৫০ বছর বসবাস করছেন এমন অনেক মতুয়া আছেন। অনেকবার ভোটে অংশগ্রহণ করেছেন তাঁরা। আজ হঠাৎ তাঁদের কার্যত বিদেশি চিহ্নিত করে তাঁদের ভোটাধিকার কেড়ে নেবার চক্রান্ত মেনে নেওয়া যায় না।’ 
সুজন চক্রবর্তী বলেন, ‘রাজ্যের মতুয়া অংশের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে কথা বলতে এসেছিলাম সিইও, বিশেষ পর্যবেক্ষক উপস্তিত ছিলেন। মতুয়া গোঁসাই পরিষদের মানুষজন ছিলেন। সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে বলেছে যারা সিএএতে আবেদন করেছে তাদের নাগরিকত্ব প্রমাণ পেলেই ভোটার তালিকায় নাম থাকবে। যারা বলেছিল সিএএ আবেদন করলেই তালিকায় নাম থাকবে, তারা মতুয়াদের সাথে প্রতারনা করেছে। গরীব মানুষের বার বার হেনস্থা করছে। মতুয়ারা এই রাজ্যে থাকেন, জীবীকা এখানে তাদের অসুবিধায় ফেললে মানা হবে না।’ তৃণমূল এবং বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘আমরা চাই নির্ভুল ভোটার তালিকা। তৃণমূল চায় ভুয়ো ভোটারদের নাম তালিকায় থাকুক। কিন্তু তার জন্য যে কেন গরীব প্রান্তিক মানুষকে সমস্যায় না পড়তে হয়। কেন গরীব মানুষ এবং মতুয়াদের বাংলাদেশী বা রোহিঙ্গা বলে চিহ্নিত করছে বিজেপি?’ 
তিনি বলেন, ‘মতুয়াদের কোন ভাবে জাল ভোটার বলা যাবে না। জাল ভোটার মুক্ত ভোটার তালিকা করার দায় সরকারের। যারা স্থায়ী ভাবে এই রাজ্য বসবাসকারি তাদের ভোটার তালিকায় নাম রাখতে হবে। তালিকা থেকে নাম কোন ভাবে বাদ দেওয়া যাবে না। শুনানির নাম করে কোন ভাবে যে তাদের সমস্যায় না ফেলা হয়।’ 
চক্রবর্তীর কথায়, আইন করে কেন্দ্রীয় সরকার বলেছে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ধর্মী হিংসার কারণে যারা ভারতে প্রবেশ করেছেন তারা দেশের নাগরিক হবেন। সেই ক্ষেত্রের মতুয়ারা দীর্ঘদিন ধরে এই রাজ্যে বসবাস করেন তাদের কেন এসআইআরের নাম করে সমস্যায় ফেলা হচ্ছে।

Comments :0

Login to leave a comment