MD SELIM

ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে মারধরের তীব্র নিন্দা সেলিমের

রাজ্য কলকাতা

মন্দির-মসজিদ নিয়ে রাজনীতির সম্প্রসারণ হলো ব্রিগেডের মাঠে আমিষ-নিরামিষ নিয়ে এই হামলার ঘটনা। 
গত রবিবার ব্রিগেডে গীতা পাঠের আসরে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বুধবার কলকাতায় মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে সাংবাদিক সম্মেলন করেন তিনি। 
এদিনই পশ্চিমবঙ্গ স্ট্রিট হকার্স ফেডারেশন জানিয়েছে যে প্যাটিস বিক্রেতার ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জারি থাকবে রাজ্যে। সংগঠনের রাজ্য সভাপতি দেবাশিস দে এবং রাজ্য সম্পাদক অসিতাঙ্গ গাঙ্গুলি বলেছেন দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে রাজ্যকে। দিতে হবে ক্ষতিপূরণও। বৃহস্পতিবার খিদিরপুরে ফ্যান্সি মার্কেটের সামনে ওই প্যাটিস বিক্রেতার সঙ্গে দেখা করবেন হকার্স ফেডারেশন নেতৃবৃন্দ।


সেলিম গোটা ঘটনায় রাজ্য প্রশাসন এবং পুলিশের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এরাজ্যে এমন ঘটনা কেউ ভাবতে পারত? আমরা সোশাল মিডিয়া দেখে হামলাকারীদের চিহ্নিত করতে পারলাম আর পুলিশ সে কাজ করতে পারে না। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তেও নামেনি। আমরা এফআইআর দায়ের করেছি।
উল্লেখ্য, আইনজীবী সায়ন ব্যানার্জি গত মঙ্গলবার ময়দান থানায় এফআইআর দায়ের করেন। হাইকোর্টের প্রধান বিচারপতিকেও চিঠি পাঠান তিনি। 
সেলিম বলেন, কাল যা উত্তর প্রদেশে হয়েছে আজ তা এরাজ্যে হচ্ছে। মমতা ব্যানার্জি সেই রাজনীতি নিয়ে এসেছেন। পুলিশ এমনি সময় ময়দানে বিভিন্ন বিষয়ে পয়সা তোলে। অথচ প্যাটিস বিক্রেতাকে দলবেঁধে মারধরের ঘটনায় কাউকে গ্রেপ্তার করল না।
সেলিম বলেন, মন্দির-মসজিদ নিয়ে রাজনীতির সম্প্রসারণ হলো আমিষ-নিরামিষ নিয়ে এই হামলা।
সংবাদমাধ্যমের এক প্রশ্নে সেলিম বলেন, ভারত ধর্মনিরপেক্ষ দেশ। ফলে কোনও ধর্মগ্রন্থের ভিত্তিতে নয়, দেশ চালাবো দরকার সংবিধানের ভিত্তিতে। 
সংসদে বন্দেমাতরম বিতর্ক প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, ‘বন্দেমাতরম’ গান নিজেরা গাইতে জানে না বিজেপি-আরএসএস। অতীতে লোকসভায় একটি বিতর্কে সাংসদ হিসেবে আমি চ্যালেঞ্জ জানিয়েছিলাম ওদের কাউকে গানটি গাওয়ার জন্য। ওরা চুপ করে ছিলেন। 
আরেক প্রশ্নে তিনি মনে করিয়ে দেন যে ‘জনগণমন’ জাতীয় সঙ্গীত এবং ‘বন্দেমাতরম’ জাতীয় গীত। সেলিম বলেন, নেতাজী আজাদ হিন্দ ফৌজ গড়ে ‘জয় হিন্দ’ অভিবাদন চালু করেছিলেন। কারণ ধর্ম, ভাষার ঊর্ধ্বে উঠে স্লোগান ঠিক করতে হয়।

Comments :0

Login to leave a comment