Australia Shooting

অস্ট্রেলিয়ায় ভিড়ের ওপর গুলিতে নিহত অন্তত ১০

আন্তর্জাতিক

সিডনিতে ধর্মীয় অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করেছে আততায়ী। রবিবার বন্দুক হাতে একাধিক আততায়ী গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রশাসন। 
জানা গিয়েছে যে রবিবার ‘হানুকা’ উৎসব ঘিরে এক হাজারের বেশি লোক জড়ো হয়েছিলেন সিডনির বন্ডি বিচে। ভিড়কে লক্ষ্য করে প্রায় ৫০ বার গুলি ছোঁড়ে দুই আততায়ী। ব্যাপক হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে যে যেদিকে পারেন দৌড়াতে থাকেন। 
ঘটনায় গভীর শোক জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ। তিনি বলেছেন পুলিশ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলা বাহিনী প্রাণ বাঁচানোর কাজ করছে। এলাকার মানুষকে স্থানীয় প্রশাসনের বার্তা শুনতে বলেছেন তিনি। 
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পুলিশ সংবাদমাধ্যমে জানিয়েছে যে দু’জনকে ধরা হয়েছে। তাদের হেপাজতে নেওয়া হয়েছে। আরেক আততায়ীর মৃত্যু হয়েছে সুরক্ষা বাহিনীর পালটা গুলিতে। ওই এলাকায় বাসিন্দা বা আগত কাউকে রাস্তায় বেরতে বারণ করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment