ঘন কুয়াশার জেরে পরপর গাড়িতে ধাক্কা লাগছে রোহতকে। হরিয়ানার এই এলাকায় হাইওয়ের ওপরই বাস, ট্রাকের মতো ভারী গাড়ি একটি অন্যটিকে ধাক্কা দিয়েছে। একাধিক চালক আহত হয়েছেন।
রোহতকের মেহমে ৩৫-৪০টি ট্রাক একটি অন্যটিকে গুঁতিয়ে দিয়েছে। ভারী গাড়ি হওয়ায় অভিঘাত বেশি। আহতের সংখ্যাও বাড়ছে।
জানা গিয়েছে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরিয়ানারই হিসারে দু’টি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। ৫২ নম্বর জাতীয় সড়কের ওপর কৈথল রোডওয়েজের একটিট বাস পরথমে সামনের একটি ট্রাকে দাক্কা মারে। পিছনে থাকা অপর একটি বাস ধাক্কা মারে সামনেরটিকে। একটি চারচাকার গাড়ি এবং বাইক দাঁড়িয়ে থাকা বাসের ওপর পড়ে।
শীতের সময় কুয়াশা ঘন রয়েছে। দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে বাতাসে ভাসমান কণার জেরে দূষণ মারাত্মক বেড়েছে। সেই সঙ্গে সড়ক নিরাপত্তাও ব্যাহত হচ্ছে।
Haryana Accidents
ঘন কুয়াশায় পরপর গাড়ির ধাক্কা হরিয়ানার হাইওয়েতে
×
Comments :0