Banla Bachao Yatra: Sreerampur

বাংলা বাঁচাও যাত্রা: বেরিয়ে আসছেন মহিলারা, বরণ করছেন পদযাত্রীদের

রাজ্য জেলা বাংলা বাঁচাও যাত্রা

রবিবার শ্রীরামপুরে বাংলা বাঁচাও যাত্রায় শ্রীদীপ ভট্টাচার্য, মীনাক্ষী মুখার্জি সহ নেতৃবৃন্দ।

অরিজিৎ মণ্ডল

রাজ্যের সামগ্রিক দাবির সঙ্গে এলাকার দাবিও জুড়ে যাচ্ছে ‘বাংলা বাঁচাও যাত্রা’-য়। রবিবার সকালে হুগলীর শ্রীরামপুরে সিপিআই(এম)’র এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। 
শ্রীরামপুরে মিছিল থেকে দাবি উঠেছে শ্রীরামপুর ব্রিজ সারাতে হবে। পৌরসভা এলাকায় জল জমা সমস্যা মেটাতে হবে। জঞ্জালের সমস্যা, স্টেশন রোড সংস্কার করতে হবে।   
মিছিলে হেৃঁটেছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটি সদস্য মীনাক্ষী মুখার্জি, হুগলী জেলা সম্পদক দেবব্রত ঘোষ, রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য অনাদি সাহু, রাজ্য কমিটির সদস্য মনোজিত ঘোষ, তরুণ ব্যানার্জি, দীপ্সিতা ধর, দেবাঞ্জন দে প্রমুখ। 
জনতার উৎসাহ দেখা যাচ্ছে শুরু থেকে। বহু মহিলাকে দেখা যাচ্ছে মিছিলে হাঁটতে। ঘরে থেকে বেরিয়ে পাড়ার মোড়ে মোড়ে ছিল মহিলাদের জটলা। বাড়ির জানালা থেকে বা বারান্দায় বেরিয়ে এসে হাত নাড়ছেন, এমন দৃশ্য চোখে পড়ছে বারেবারে।
মীনাক্ষী সহ নেতৃবৃন্দের কাছে এসে হাত মিলিয়ে যাচ্ছেন মিছিলের পথের দু’ধারের বাসিন্দারা। আসছেন মহিলারা।
আবার কেউ লজেন্স এনে বিলিয়ে দিচ্ছেন পদযাত্রীদের।
রবিবার বিকেলে উত্তরপাড়ায় জনসভা রয়েছে। প্রধান বক্তা মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি। বালি ব্রিজ হয়ে দুশো মশালের মিছিল উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বর ঢুকবে। নৌকা করেও পার হবে মিছিলের আরেকটি অংশ।

Comments :0

Login to leave a comment