Bangladesh Election

বাংলাদেশে ভোট ঘোষণার পরই গুলি, নাশকতা

আন্তর্জাতিক

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোট ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন সম্ভাব্য এক প্রার্থী। নির্বাচন ঘিরে অশান্তির আশঙ্কায় রয়েছে বাংলাদেশ।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোট ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। প্রকাশ করা হয়েছে মনোনয়ন সংক্রান্ত সূচি। আওয়ামি লিগ এই ভোটে অংশ নিতে পারবে কিনা তা স্পষ্ট নয়। গুলিচালনা ছাড়াও একাধিক নাশকতা এবং অগ্নিসংযোগের ঘটনা সামনে এসেছে। 
গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা করে নির্বাচন কমিশন। চব্বিশ ঘণ্টা পার হওয়ার আগেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। 
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজি সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা করে ও ক্ষোভ জানান। দুষ্কৃতীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।
অন্যদিকে হাদির ওপর গুলিবর্ষণের  ঘটনায় আওয়ামি লিগের অনুগামীদের উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার ছিল আওয়ামি লিগের ডাকা লকডাউন। লকডাউনের আগেই এবং চলাকালে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহত হয়নি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে এসে আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পরে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা এস এম মেহেদি হাসান।

Comments :0

Login to leave a comment