GUJARAT WORKING HOUR

১২ঘণ্টা কাজের অর্ডিন্যান্স প্রত্যাহারের দাবি পলিট ব্যুরোর

জাতীয়

 টানা ১২ঘণ্টার কাজ চালু করতে গুজরাট সরকার যে অর্ডিন্যান্স জারি করেছে, তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানালো সিপিআই (এম) পলিট ব্যুরো। গুজরাট সরকার যেভাবে অর্ডিন্যান্সের পথে কারখানা আইনের গুরুত্বপূর্ণ অংশ সংশোধন করেছে তার তীব্র নিন্দা করেছে পলিট ব্যুরো। 
শনিবার পলিট ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, গত ১ জুলাই গুজরাট সরকারের অর্ডিন্যান্সে কাজের সময় বাড়িয়ে ১২ঘণ্টা করা হয়েছে। কোনোরকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই মহিলা শ্রমিকদের রাতে কারখানায় ডিউটি চালু করা হয়েছে। শ্রমিকদের ধর্মঘটের মুখে এই অর্ডিন্যান্স জারিতে বিজেপি যে শ্রমিকদের ঐক্যবদ্ধ দাবির বিরোধিতা করে তা স্পষ্ট হয়েছে। গুজরাট সরকার এই অর্ডিন্যান্স জারির মাধ্যমে শ্রমিকদের কাজের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। বিবৃতিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, আগামী ৯ জুলাই যে ধর্মঘট রয়েছে তা গুজরাট সহ সারা দেশে সফল করার মধ্যে দিয়ে এর উপযুক্ত জবাব দিতে হবে।
 

Comments :0

Login to leave a comment