Couple Attempts Suicide

তীব্র অভাব, আত্মহত্যার চেষ্টা প্রবীণ দম্পতির

জেলা

অভাবের তাড়নায় মানসিক চাপে বারুইপুর স্টেশনে বিষ খেয়ে আত্মঘাতীর চেষ্টা করেন ডায়মন্ডহারবারের বাসিন্দা সন্ন্যাসী কর্মকার(৭০) ও ঝর্ণা কর্মকার(৬৫) নামে এক দম্পতি। বারুইপুরের জিআরপি তাঁদেরকে প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। 
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বারুইপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ওই বৃদ্ধ দম্পতি বিষ খেয়ে লুটিয়ে পড়েছিলেন। তাঁদেরকে লুটিয়ে পড়ে থাকতে দেখে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা জিআরপিতে খবর দেয়। রেল পুলিশ তাঁদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসায় বৃদ্ধর শারীরিক অবস্থার উন্নতি হলেও তাঁর স্ত্রীর অবস্থা সঙ্কটজনক। 
শনিবার সকালে ডায়মন্ডহারবার থেকে ট্রেনে নি:সন্তান এই বৃদ্ধ দম্পতি বারুইপুর স্টেশনে নামেন। স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে সারাদিন কাটিয়ে সন্ধ্যার পর বিষ খেয়ে আত্মঘাতীর চেষ্টা করেন। 
হাসপাতালে শয্যায় শুয়ে রবিবার সন্ন্যাসী কর্মকার জানান, সংসারে অভাব অনটনে তাঁদের খাবার জুটছিল না। মানসিক চাপ আর তাঁরা সহ্য করতে পারছিলেন না। দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছিলেন তাঁরা। এক সময় তিনি একটি পাখা তৈরির কারখানায় কাজ করতেন। লকডাউনের সময় সেই কাজ চলে যায়। তারপর চেষ্টা করেও বয়সের কারণে নতুন করে আর কাজ জোগাড় করতে পারেননি। স্ত্রী ছাড়া তাঁর পরিবারে আর কেউ নেই। অর্থাভাবে রোজ তাঁদের খাওয়া জুটতো না। এই পরিস্থিতিতে মানসিক চাপ সহ্য করতে না পেরে তাঁরা আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন।

Comments :0

Login to leave a comment