ডোনাল্ড ট্রাম্পের ‘মেগা বিল’ অর্থনীতিতে ভরসা দিতে পারছে না। আরও ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল তথ্য প্রযুক্তি সংস্থা ‘মাইক্রোসফ্ট’।
ট্রাম্পের ১ হাজার পাতার মেগা বিলে কর্পোরেট এবং মহাধনীদের ৯৭০০০ কোটি ডলারের কর ছাড় দেওয়ার ব্যবস্থা করেছেন ট্রাম্প। তার বিনিময়ে ছাঁটাইয়ের ব্যবস্থা হয়েছে আমেরিকার আমজনতার চিকিৎসা বিমা সংক্রান্ত খাতে। সামাজিক সুরক্ষায় হাত পড়ার আশঙ্কা জানিয়েছে বিভিন্ন অংশ। তবে অর্থনীতির অস্থিরতা কাটার লক্ষণ নেই বলে মত বিশ্লেষকদের।
আমেরিকার সংবাদমাধ্যমে বলা হয়েছে যে কর্মী সংখ্যার ৪ শতাংশ বা ৯ হাজার ১০০ জনকে ছাঁটাইয়ে নামছে বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্ট। এর আগে ২০২৩-এ প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করেছিল এই সংস্থা।
অভিবাসীদের তাড়িয়ে শ্বেতাঙ্গ আমেরিকানদের কাজ এবং রোজগারের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। নিম্ন আয়ের এই অংশের ভোটেই আসীন তিনি। সঙ্গে ছিল বহুজাতিক কর্পোরেটের বিপুল খরচে চালানো প্রচার। বিরোধীরা বলছেন, কাজ বাড়ার বদলে ছাঁটাই বাড়ছে। একাধিক কর্পোরেট ছাঁটাইয়ে নেমেছে। তার ওপর আমদানি কর বাড়ানোয় বিপদে পড়েছে ছোট মাঝারি বহু সংস্থা।
Microsoft lay off
৯ হাজার কর্মী ছাঁটছে মাইক্রোসফ্ট, সংকট বাড়ছে ট্রাম্পের শাসনে

×
Comments :0