চিন্ময় কর- খড়্গপুর
খড়্গপুরে বামমনস্ক সমাজসেবী অনিল দাসকে নৃশংস আক্রমণ করেছে তৃণমূল। নদীয়ার কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে দশ বছরের তামান্নাকে বোমা মেরে খুন করেছে তৃণমূল। দক্ষিণ কলকাতায় ল কলেজের ভেতর ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণেও সেই তৃণমূল। রাজ্যের সরকারী আীন তৃণমূলের যাবতীয় অন্যায়ের বিরুদ্ধেই ধিক্কার মিছিল হলো পশ্চিম মেদিনীপুরের সর্বত্র। মঙ্গলবার জেলার ১৩ জায়গায় ধিক্কার মিছিলের পাশাপাশি হয়েছে সড়ক অবরোধও।
প্রতিবাদ সভা থেকে তামান্নার লাশের দাম দিতে যাওয়া জেলার ডেবরা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরকে গ্রেপ্তারি ও পদ থেকে অপসারণের দাবি ওঠে। এখনও পর্যন্ত কালীগঞ্জের হত্যাকাণ্ডে সব অভিযুক্তকে গ্রেপ্তার না করায় পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবিতে স্লোগানে মুখরিত হয় মিছিল। হয় পথ অবরোধ। তামান্নাকে হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। ল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে ধিক্কার জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও ওঠে বিক্ষোভ মিছিল থেকে। খড়্গপুরের ঘটনায় হামলাকারী তৃণমূলের নেত্রী ও ঘটনার সঙ্গে যুক্ত তৃণমূল দুষ্কৃতীদের গ্রেপ্তার না করায় ধিক্কার জানিয়েছে মিছিল।
বিক্ষোভ মিছিল থেকে স্লোগান ওঠে ‘তিলোত্তমা থেকে তামান্না, বন্ধ হোক মেয়েদের কান্না’। মিছিল চলাকালীন এক বিক্ষোভকারী বলেন, ‘‘ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা তবুও তাঁর রাজত্বে তারই দলের আশ্রিত দুষ্কৃতীরা ভোট লুঠ করছে, রাজ্য জুড়ে নারী নির্যাতন প্রায় প্রতিদিন খবরের শিরোনামে আসছে। প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে শিশু থেকে বৃদ্ধ সকলেই। আরজি কর হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসককে দলবদ্ধ ধর্ষণ ও খুনের ঘটনাও ঘটেছে আমাদের রাজ্যে। দোষীদের শাস্তি নয় তাদের আড়াল করার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অপরাধীদের প্রশ্রয় দেওয়ার ফলে আজ পশ্চিমবঙ্গ ধর্ষক-অপরাধীদের জন্য অবাধ হয়ে উঠেছে।’’ মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি ওঠে বিক্ষোভ মিছিল থেকে। খড়্গপুর শহরের আইআইটি গেট থেকে তালবাগিচা ৫ কিলোমিটার পথ পরিক্রমা করে ধিক্কার মিছিল। হয় প্রতিবাদ সভা ও অবরোধ। ঘাটাল শহরে দীর্ঘ পথে ধিক্কার মিছিল সহ সেন্ট্রাল বাসস্ট্যান্ডে দীর্ঘক্ষণ পথ অবরোধ সহ বিক্ষোভ সভা হয়। এছাড়া জেলার কেশিয়াড়ী, ভাদুতলা, শালবনী, গোপীগঞ্জ, অলিগঞ্জ, মালঞ্চ, ধনেশ্বরপুর, ডুঁয়া, গোপালী, বরদাচৌকান কলোড়া, মোহাড়, জলচক স্থানগুলিতে বিক্ষোভ মিছিল সহ একাধিক স্থানে পথ অবরোধ ও প্রতিবাদ সভা হয়।
Comments :0