Odisha

বিজেপি শাসিত ওড়িশায় বাড়ছে নারী নির্যাতনের ঘটনা

জাতীয়

বিজেপি শাসিত ওড়িশায় ক্রমশ বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। সরকারি তথ্য অনুযায়ী গত ১৭ দিনে ওই রাজ্যে প্রায় ৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। তার মধ্যে রয়েছে কয়েকটি গণধর্ষণের ঘটনাও। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শেষ যেই ধর্ষণের ঘটনা ঘটেছে তা ঘটেছে মঙ্গলবার। স্থানীয় একজন মহিলা ভালুখাই জঙ্গলে ছাগল চড়াতে গিয়ে গণধর্ষণের সিকার হন। তার করা অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
জুন মাসের মাঝামাঝি সময় থেকে ওড়িশার বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের খবর সামনে এসেছে। গত ২৮ জুন সপ্তম শ্রেণির একজন পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ওঠে তারই এক আত্মীয়ের বিরুদ্ধে। ২৫ জুন একটি ক্লিনিকে ধর্ষণের শিকার হন ১৭ বছর বয়সী এক নাবালিকা। ময়ুরভঞ্জ জেলায় মন্দির থেকে বাড়ি ফেরার পথে একজনকে ধর্ষণ করা হয়। ওই একই জেলায় ১৯ জন একজন মহিলা গণধর্ষণের শিকার হন। এই সময়কালেই একজন নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়, পরিবার অভিযোগ সে নিখোঁজ ছিলেন এক রাত্রি। ময়নাতদন্তে শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।  ১৫ জুন গোপালপুর বিচে একজন কলেজ পড়ুয়াকে গণধর্ষণ করা হয়।
২০২৪ সালে ওড়িশায় ক্ষমতায় এসেছে বিজেপি। তারপর থেকেই বিভিন্ন সময় নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। যা নিয়ে একবছরের মধ্যেই চাপে পড়েছে বিজেপি। এর আগে দেখা গিয়েছে বর্তমানে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে হাথরাস, উন্নাওয়ের মতো নারী নির্যাতনের ঘটনা।

Comments :0

Login to leave a comment