india vs england test series

এজবাস্টনে প্রথম দিনের শেষে ৩১০ রানে ৫ উইকেট ভারতের

খেলা

ছবি সৌজন্য - ইন্ডিয়ান ক্রিকেট টিম অফিসিয়াল ফেসবুক পে

ভারত ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩১০ রান। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোস। টেস্টে নিজের ফর্ম বজায় রেখেই যশস্বী করেন ৮৭ রান ১০৭ বল খেলে। তিন নম্বরে ব্যাট করতে নেমে করুন নায়ার করেন ৩১রান। শুভমন গিল বর্তমানে রয়েছেন ১১৪রানে। নিজের সপ্তম টেস্ট সেঞ্চুরি পূরণ করেন গিল। ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন ক্রিস ওক্স , ১ টি করে উইকেট নেন শোয়েব বশির ও কার্সে। ৫ উইকেট হারিয়ে বর্তমানে ক্রিজে রয়েছেন শুভমন গিল ( ১১৪ রান ) এবং রবীন্দ্র জাদেজা ( ৪১ রান )। 

Comments :0

Login to leave a comment