Santoshpur Peace Rally

শান্তি রক্ষায় বারবার পুলিশের ব্যর্থতা, ক্ষোভ সন্তোষপুরের সম্প্রীতি মিছিলে

জেলা

বুধবার সন্তোষপুরে শান্তি মিছিল। অংশ নেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ।

রবীন্দ্রনগরে বিশৃঙ্খলার ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি ও এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষার দাবিতে বুধবার সন্তোষপুরে সিপিআই(এম)'র ডাকে মিছিল হয়েছে। 
গত ১১ জুন গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার রবীন্দ্রনগর। থানার সামনে মন্দির বানিয়ে দীর্ঘদিনের একটি দোকান তুলে দেওয়া হয়। তাকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। খণ্ডযুদ্ধ বাঁধে। ইট, পাথর ছোঁড়া হয়। বেশ কয়েকটি বাড়ি, গাড়ি, দোকান ভাঙচুর হয়। ভাঙচুর করা হয় সিপিআই(এম)’র স্থানীয় দপ্তর। 
ওইদিন থানা এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে তাণ্ডব। ঘটনাস্থলে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সেদিন বিকালের পরে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুকেশ কুমারও ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীন ওই এলাকায় যান। কলকাতা পুলিশের আধিকারিকরাও যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি ব্যর্থতার অভিযোগ তোলেন স্থানীয়রা।  
বুধবার শান্তি সম্প্রীতি রক্ষার এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক রতন বাগচী সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ। 
এলাকায় শান্তি, সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখতে উঠেছে স্লোগান। মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থেকে মহেশতলা— পুলিশ প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করেছে এই মিছিল।‌ বিশৃঙ্খলার ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি ও এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান উঠেছে মিছিল থেকে।

Comments :0

Login to leave a comment