PRC Hemtabad

হেমতাবাদে সীমান্তের কাছে স্বাস্থ্য শিবির পিআরসি’র

জেলা

স্বাস্থ্য শিবিরে স্থানীয়দের ভিড়।

বাংলাদেশ সীমান্তে ঝিটকাবাড়ি হাটের কাছে স্বাস্থ্য শিবির করল পিপ্‌লস রিলিফ কমিটি (পিআরসি)। হেমতাবাদ ব্লকের দরিরামপুর গ্রাম পঞ্চায়েতে এই শিবিরে আসেন স্থানীয় বহু বাসিন্দা। 
স্বাস্থ্য শিবিরে ছিলেন চিকিৎসক অনিন্দ্য সরকার। ছিলেন আরও ৬ চিকিৎসক। 
পিপলস রিলিফ সেন্টার রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে, প্রান্তিক অঞ্চলে এমন পরিষেবার ব্যবস্থা করছে। এই উদ্যোগে পরিষেবার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা প্রান্তিক অংশের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

Comments :0

Login to leave a comment