কলকাতার বিভিন্ন কলেজে অনির্বাচিত অবৈধ ইউনিয়ন বন্ধ করতে হবে। কসবার আইন কলেজে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে অবিলম্বে সিন্ডিকেট মিটিং করে শ্বেতপত্র প্রকাশ করতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়কে। রাজ্যের সমস্ত কলেজে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা আইসিসি নির্বাচন করতে হবে।
এমন একাধিক দাবিতে এসএফআই কলকাতা জেলা কমিটির ডাকে কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান হয়েছে বুধবার। উপাচার্যের কাছে ডেপুটেশন দেওয়া হয়।
সাউথ ক্যালকাটা ল কলেজে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় পর ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা যে তলানিতে তা ফের স্পষ্ট হয়েছে।
এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সভাপতি প্রিয়াঙ্কা ঘোষ বলেন, "কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে যে অবৈধ ইউনিয়ন রুমগুলি বন্ধ করতে হবে।’’
এসএফআই জানিয়েছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত ডেপুটেশন নিয়ে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলির ইউনিয়ন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখবে। সেই রিপোর্ট জমা পড়বে উপাচার্যের কাছে। উপাচার্য জানিয়েছেন যে কসবা ল কলেজের ঘটনায় কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি রিপোর্ট জমা দেবে আজই। কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করছেন উপাচার্য।
Kasba CU SFI
কলেজে ধর্ষণ: কমিটির রিপোর্ট আজই, এসএফআই’কে জানালেন কলকাতার উপাচার্য

×
Comments :0