কবিতা
মুক্তধারা
অস্থিরতা
দিলীপ কালিন্দী
২৭ জুন ২০২৫ / বর্ষ ৩
আজকে প্রশ্ন সবার কাছে কি চলছে আশে পাশে
হাঁটতে মানুষ পাচ্ছে ভয় নিরাপত্তার নেই অভয়।
যাচ্ছে লুটা মান ও প্রাণ অর্থ সম্পদ চলমান
কারা দায়ী কাদের তরে জ্বলছে আগুন সবার ঘরে
আত্মহনন করছে শ্রমিক করছে কৃষক গ্রাম শহরে
মরছে মাতা মরছে পিতা মরছে ছেলে ভগ্নী ভ্রাতা
মরবে মানুষ সময়েতে
মরছে কেন অপঘাতে?
বেকারত্বের জ্বালা নিয়ে জ্বলছে যৌবন রাস্তাঘাটে।
দেশের সম্পদ দেশের খনি লুট করে ধন হচ্ছে মানী
কাদের বরে হচ্ছে এটা কি বলবে মন্ত্রী নেতা
ছড়িয়ে দেশে বিভেদবাণী হচ্ছে কারা ধনী মানী
দিচ্ছে ধূনি অস্থিরতায়।
Comments :0