WEATHER

বড়দিনে রেকর্ড শীত, বর্ষশেষে শীতের আমেজ রাজ্যজুড়ে

রাজ্য কলকাতা

বড়দিনের ভোরে রাজ্যজুড়ে ফের পারদপতন। এখনও অবধি এটাই ছিল মরশুমের সবচেয়ে শীতলতম দিন। সুতরাং, বর্ষশেষে উৎসবের মরশুমে ব্যাপক শীতের আমেজে ভাসতে চলেছে রাজ্যবাসী তা বলাই বাহুল্য।

আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনে আরও ২থেকে ৩ ডিগ্রি নামতে চলেছে তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার ছিল ১৩.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কম। আপাতত রাজ্যের সব জেলাতেই শুস্ক আবহাওয়া থাকবে সাথে জারী উত্তুরে হাওয়ার দাপট। যার জেরে আগামী কয়েকদিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে চলেছে তাপমাত্রা। দক্ষিণের পাশাপাশি এদিন রাজ্যের উত্তরের জেলাগুলিতেও বেশকিছুটা পারদ নেমেছে। উত্তরবঙ্গের সমতল এলাকাগুলির মধ্যে শীতলতম স্থানের রেকর্ড গড়েছে আলিপুরদুয়ার ৷ এদিন দাৰ্জিলিংয়ের তাপমাত্রা ৩ ডিগ্রির ঘরে নেমে যায়।

সকালের দিকে কুয়াশার দাপটে রাজ্যের দক্ষিণ থেকে উত্তর সর্বত্রই দৃশ্যমানতা হ্রাস পেতে পারে। দক্ষিণবঙ্গের তিন জেলায় অর্থাৎ পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান কুয়াশার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তর দিনাজপুরেও জারী ঘন কুয়াশার সতর্কতা। 

Comments :0

Login to leave a comment